Cancer Signs On Nail: নখের রং দেখেও ক্যানসার চেনা সম্ভব। সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেখানে নখের এই লক্ষণের কথা বলা হয়েছে। নখের রং পরিবর্তন দেখে নাকি চেনা সম্ভব ওই ব্যক্তির ক্যানসার হয়েছে কি না। এর জন্য নখের দৈর্ঘ্য বরাবর রংটি লক্ষ করতে হবে। এই রং যদি সাদা বা লাল হয়, তবে শরীরে ক্যানসার থাকতে পারে। কোন কোন অঙ্গের ক্যানসারের লক্ষণ নখের এই রং ? তাও বিশদে জানিয়েছে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের ওই গবেষণা।
এনআইএইচ জানিয়েছে, এই ধরনের অস্বাভাবিক নখকে বলা হয় বিনাইল নেল অ্যাবনর্মালিটি। যাকে বিজ্ঞানের পরিভাষায় অঙ্কোপ্যাপিলোমাও বলা হয়ে থাকে। রং বদল ছাড়াও আরও কিছু ছোট ছোট লক্ষণ দেখা যায় নখে। সেগুলি দেখে চিনে নিতে হয় ওই ব্যক্তি ক্যানসারে (Cancer Signs) আক্রান্ত কি না।
নখের কোন কোন লক্ষণ ক্যানসার জানান দেয় ?
- নখের রং লাল বা সাদা হলে।
- যেই অংশের রং বদলে গিয়েছে তাঁর নিচের অংশের নখ মোটা হলে।
- নখের শেষ অংশটুকু মোটা হলে।
কোন কোন ক্যানসারের ইঙ্গিত ?
গবেষকদের কথায়, শরীরের কিছু বিশেষ অঙ্গের ক্যানসারের ইঙ্গিত দেয় নখের এই রং বদল। সেই অঙ্গগুলি হল —
- ত্বক
- কিডনি
- চোখ
শরীরের এই তিনটি অঙ্গের কোথাও ক্যানসার টিউমার থাকলে নখের মধ্যে এই লক্ষণগুলি ফুটে ওঠে।
বিরল জিনগত রোগ ?
বিএপিস১ টিউমার প্রিডিসপোজিশন সিনড্রোমের কথাও বলছেন গবেষকরা। এটি একটি বিরল জিনগত রোগ। যার জেরে ক্য়ানসার কোশ তৈরি হওয়ার ঝুঁকি শরীরে বেড়ে যায়। প্রসঙ্গত, এটি জিনবাহিত রোগ। অর্থাৎ আগের প্রজন্ম থেকে পরের প্রজন্মে রোগটি এসে বাসা বাঁধে।
ক্যানসার এড়াতে কী করণীয় ?
গবেষকদের কথায়, ক্যানসার এড়াতে নিয়মিত নখের স্ক্রিনিং করানো জরুরি। জামা ডার্মাটোলজি জার্নালে প্রকাশিত ওই গবেষণা জানিয়েছে, টিউমার সাপ্রেসার হিসেবে কাজ করে এই সিনড্রোমটি। সাধারণত একটি নখে দেখা যায় এই রং বদল বা ক্যানসারের লক্ষণগুলি। কিন্তু ৩৫ টি পরিবারের ৪৭ জনের উপর এই গবেষণা করা হয়েছিল। তাতে একাধিক নখে এই লক্ষণ দেখা গিয়েছে। ৮৮ শতাংশের ক্ষেত্রে একাধিক নখে অঙ্কোপ্যাপিলোমা টিউমার ছিল।
0 comentários:
Post a Comment